আগামীকাল শনিবার শুরু হচ্ছে ওয়েষ্ট ইন্ডিজ ও বাংলাদেশের মধ্যে তিন ম্যাচের টি২০ সিরিজ।এর মধ্যে দুই ম্যাচ হবে ডোমিনিকায়।এজন্য গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে সেন্ট লুসিয়ার ক্যাস্ট্রিক বন্দর থেকে যাএা শুরু করে বাংলাদেশ ক্রিকেট দল। উওাল আটলান্টিক যাএা শেষে স্থানীয় সময় দুপুরে ডোমিনিকায় এসে পৌঁছায় বাংলাদেশ দল।আর এই সমুদ্র যাএায় অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন ক্রিকেটার।উওাল সমুদ্র পথে বিশালাকার ঢেউ দেখে আতঙ্কিত হয়ে পড়েন ক্রিকেটাররা।
এদের মধ্যে পেসার শরিফুল ইসলাম ও উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান তো অসুস্থ হয়ে পড়েন।তারা বমিও করেন একসময়। এ ছাড়া অস্বস্তিতে থাকেন টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ, খোদ টিম ম্যানেজার নাফিস ইকবাল।একইসঙ্গে ম্যাসেজম্যান সোহেল আতঙ্কে ডেকেই ঘুমিয়ে পড়েন।
তবে শেষ পর্যন্ত কোনো প্রকার দুর্ঘটনা ছাড়াই ডোমিনিকায় পৌঁছেছেন।আতঙ্ক কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার চেষ্টা করছেন।পেসার তাসকিন আহমেদ জানান,’বড় কোনো দুর্ঘটনা ছাড়াই শেষ পর্যন্ত পৌঁছাতে পেরেছি।যারা অসুস্থ হয়েছেন তারা এখন ভালো আছেন।’
টি-টোয়েন্টি সিরিজে অংশ নিতে বাংলাদেশ দলের যাএা শুরু করার কথা ছিলো একদিন আগেই। কিন্তু হঠাৎ করে উওাল হয়ে উঠে আটলান্টিক। শঙ্কা দেখা দেয় হ্যারিকেনের।যার প্রভাব দেখা দেয় সেন্ট লুসিয়া টেস্টে।সাগর উওাল থাকায় একদিন পিছিয়ে দেয়া হয় টাইগারদের সমুদ্রযাএা।সেন্ট লুসিয়ার থেকে ডোমিনিকার দূরত্ব ১৭৩ কিলোমিটার। সমুদ্রের হিসাব ধরলে ৭৭ নটিক্যাল মাইল।এই ফেরিযাএায় সময় লাগে ৫ঘন্টার মতো।তবে সেন্ট লুসিয়া থেকে বিমানেও যাএা করা যায়।সেটা আয়োজন করে স্বাগতিক বোর্ড।তবে ওয়েস্ট ইন্ডিজ বোর্ড ফেরির আয়োজন করেছে।বিসিবিও সম্মতি দিয়েছে সেটায়।দলের সবারই এই ফেরিযাএা প্রথম!শেষ পর্যন্ত অসুস্থ হয়ে পড়েন ক্রিকেটাররা।বিসিবির এই সম্মতি এখন প্রশ্নবিদ্ধ!