ঈদের ছুটির আমেজ রয়েছে এখনও। চিরচেনা রূপে ফেরেনি রাজধানী ঢাকা। নেই অসহনীয় যানজট কিংবা মানুষের চাপ। আর ঈদ ছুটির এমন আমেজে ‘পুলসিরাত’ প্রদর্শনী করছে প্রাচ্যনাট।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে রবিবার (৮ মে) সন্ধ্যা ৭টায় মঞ্চায়িত হবে প্রাচ্যনাট প্রযোজিত সাম্প্রতিক প্রযোজনা ‘পুলসিরাত’। ফিলিস্তিনি লেখক ঘাসান কানাফানি‘র উপন্যাস ‘মেন ইন দ্য সান’ অবলম্বনে এটি অনুবাদ করেছেন মাসুমুল আলম। নাট্যরুপ দিয়েছেন মনিরুল ইসলাম রুবেল এবং নির্দেশনা দিয়েছেন কাজী তৌফিকুল ইসলাম ইমন।
আগস্ট মাসের প্রচণ্ড গরমে, রোদে পুড়ে মরুভূমির পথে একটি লরি এগিয়ে যায়। তিনটি ভাগ্য বিড়ম্বিত জীবন ছুটে চলে স্বপ্নময় এক নতুন সচ্ছল জীবনের প্রত্যাশায়। সূর্যের বিরামহীন তেজ মাথায় নিয়ে, তপ্ত মরুর বালুতে পা পুড়িয়ে আর মগজে নতুন জীবনের উত্তপ্ত বাসনায় বয়ে চলে তাদের জীবন। সে জীবনেরও হয়তো মনে হতে থাকে, এই পথ যেন সেই পুলসিরাত। ‘পুলসিরাত’ নাটকের ভাবনা প্রসঙ্গে এভাবেই জানিয়েছে প্রাচ্যনাট।
নাটকটিতে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, শাহরিয়ার ফেরদৌস, সাইফুল জার্নাল, মিতুল রহমান, জগন্ময় পাল, মনিরুল ইসলাম, চেতনা রহমান, তানজিকুন, শামীম শ্রাবণ, তৃপ্তি প্রমুখ।
নাটকটির সেট ডিজাইন করেছেন শাহিনুর রহমান, আলো নিয়ন্ত্রণ করেছেন বাবর খাদেমী, শব্দ ও সংগীত পরিচালনা করেছেন নীল কামরুল। পোশাক পরিকল্পনা করেছেন বিলকিস জাহান।