বন্যার কারণে স্থগিত হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। রবিবার(১৭জুলাই)দুপুরে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান শিক্ষামন্ত্রী।শিক্ষা বোর্ডগুলো সেই অনুযায়ী পরীক্ষার সংশোধিত রুটিন তৈরি করে প্রকাশ করবে বলেও জানান ডা. দীপু মনি।
এছাড়া আগামী নভেম্বরের শুরুতে এইচএসসি পরীক্ষা শুরু করার বিষয়ে আশা ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি। এ সময় তিনি আরো বলেন,বন্যার কারণে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পাঠ্যবই আগামী ২৪ জুলাইয়ের মধ্যে দেয়া হবে।
প্রসঙ্গত,করোনা মহামারির কারণে পিছিয়ে যাওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা ১৯জুন থেকে শুরু করে ৬ জুলাই শেষ করার কথা ছিলো। কিন্তু জুনের মাঝামাঝি সময়ে সিলেট সুনামগঞ্জসহ দেশের কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় ১৯ জুন থেকে শুরু হতে যাওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করে দেন শিক্ষা মন্ত্রণালয়।
পরীক্ষা স্থগিত করে শিক্ষা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানান,দেশের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় ১৯জুন থেকে এসএসসি জেনারেল,এসএসসি ভোকেশনাল এবং দাখিল পরীক্ষা স্থগিত করা হয়েছে।পরীক্ষার সময়সূচি বন্যা পরিস্থিতি স্বাভাবিক হলে পরে জানানো হবে।