ওয়েস্ট ইন্ডিজকে ৩ম্যাচ ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করার পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিলেন তামিম ইকবাল। নিজের অফিসিয়াল ফেসবুক পেজের এক পোস্টে এ ঘোষণা দেন তিনি।ছয় মাসের স্বেচ্ছা বিরতি শেষ হওয়ার আগেই সরে দাঁড়ালেন এই ক্রিকেটার।
ফেসবুকের ওই পোস্টে তামিম লিখেছেন, ‘আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আজকে থেকে আমাকে অবসরপ্রাপ্ত হিসেবে বিবেচনা করুন।ধন্যবাদ সবাইকে।’
Consider me retired from T-20 international from today👋👋👋
গায়নায় শনিবার ওয়েস্ট ইন্ডিজকে ৪ উইকেটে হারিয়ে ৩-০ব্যবধানে ওয়ানডে সিরিজ জয় করে বাংলাদেশ। দলের সাফল্যের পাশাপাশি তামিম জিতে নেন ম্যান অব দা সিরিজের পুরস্কার। খেলা শেষ হওয়ার কিছুক্ষণ পর সামাজিক মাধ্যমে টি-টোয়েন্টি থেকে বিদায়ের কথা জানান তিনি।
আন্তর্জাতিক ক্রিকেট ৭৮ টি-টোয়েন্টিতে ২৪.০৮গড়ে ও ১১৬.৯৬ স্ট্রাইক রেটে ১হাজার ৭৫৮ রান করেন তামিম ইকবাল। তবে দেশের হয়ে তার ম্যাচ ৭৪টি।বিশ্ব একাদশের হয়ে খেলেছেন চারটি ম্যাচ।
টি-টোয়েন্টি একসময় বাংলাদেশের সর্বোচ্চ স্কোরার ছিলেন তামিম ইকবাল। এখনও রান স্কোরারের তালিকায় তিনে রয়েছেন তিনি।