অভিনন্দন বার্তা ১০ অক্টোবর ,২০২২ ইং
নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস জার্মানির মর্যাদাপূর্ণ ‘কাল কুবল’ পুরস্কারে ভূষিত হওয়ায় ডা. জাফরুল্লাহ চৌধুরীর অভিনন্দন
আজ বৃহস্পতিবার (০৫ অক্টোবর) ২০২২ ইং গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চেীধুরী অভিনন্দন বার্তা গণমাধ্যমে প্রেরণ করেন। অভিনন্দন বার্তায় “জার্মানির ‘কাল কুবল ফাউন্ডেশন ফর চিল্ড্রেন অ্যান্ড ফ্যামিলি’ কর্তৃক বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে জার্মানির মর্যাদাপূর্ণ ‘কাল কুবল’ পুরস্কারে ভূষিত করায় ডা. জাফরুল্লাহ চৌধুরী তাঁকে প্রানঢালা অভিনন্দন
জানান”।
অভিনন্দন বার্তায় তিনি বলেন, ‘‘স্বাধীনতা যুদ্ধ থেকে আরম্ভ করে এ পর্যন্ত
ড. মুহাম্মদ ইউনূস সমাজের দরিদ্র জনগোষ্ঠীকে স্থায়ীভাবে উদ্ধার করার জন্য প্রতিষ্ঠা করেন ‘গ্রামীন বাংক’। বিংশ শতাদ্বীর শেষভাগে আধুনিক বিশ্বে তিনি যে ক্ষুদ্র ঋণ ধারার প্রবর্তন করেন তা যুগান্তকারী সৃষ্টি, যার ফলে তিনি ‘নোবেল বিজয়ী’ হন। বিশ্বে বাংলাদেশর সম্মান উচ্চতার শিখরে নিয়ে যান। অধ্যাপক ড. ইউনূস ১৯৭৮ সাল থেকে নানা জাতীয় ও আন্তর্জাতিক ১৪৬টি পুরস্কারে ভূষিত হন। এ যাবৎ তাঁকে সারা পৃথিবীর ৪৮টি বিশ্ববিদ্যালয় সম্মানসূচক ডক্টরেট ডিগ্রী প্রধান করেন। তাঁর প্রতিটি পুরস্কার অর্জন বাংলাদেশের ভাবমূর্তি সারা পৃথিবীতে উজ্জল করেছে। বিশেষত আমেরিকা,কানাডা
এবং ইউরোপীয় ইউনিয়ন যখন বাংলাদেশকে প্রশ্নের সম্মখীন করেছে ঠিক তখনেই গত
বছর ডিসেম¦রে ড. মুহাম্মদ ইউনুসের জাতিসংঘের ‘চ্যাম্পিয়ন অব গ্লোবাল
চেঞ্জ’ পুরস্কারে ভূষিত হন। আর এ বছর ৩০ সেপ্টম্বর এই পুরস্কারের মাধ্যমে ফাউন্ডেশনটি বিশ্ব্যাবপী পরিবারের উন্নয়নে অধ্যাপক ড. উইনূসের অসামান্য ও বহুমুখী অঙ্গীকারের প্রতি সম্মান প্রদর্শন করল। জার্মানির মর্যাদাপূর্ণ ‘কাল কুবল’ পুরস্কারে ভূষিত হয়ে তিনি সারা বিশ্বে বাংলাদেশের মুখ উজ্জল করেছেন। ডা. জাফরুল্লাহ চৌধুরী বাংলাদেশের উজ্জল
নক্ষত্র অধ্যাপক ড. ইউনূসের দীর্ঘায়ু কামনা করেন”।
অভিনন্দন বার্তা প্রেরকঃ
জাহাঙ্গীর আলম মিন্টু
প্রেস উপদেষ্টা
গণস্বাস্থ্য কেন্দ্র। মোবাইল-০১৯২০১৮০৫০১