প্রেস বিজ্ঞপ্তি
বিষয়ঃ দেশব্যাপী ৬৪ টি জেলায় ১০০ টি স্থানে সাশ্রয়ী মূল্যে বসুন্ধরা গ্রুপ-এর নিত্যপ্রয়োজনীয় পণ্যের ট্রাকসেল কার্যক্রম উদ্বোধন
আজ ১৬ মে ২০২৪ তারিখ সকাল ১০.০০ টায় বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেড কোয়ার্টার ০২ (Plot: 56/A, Block: C, Umme Kulsum Road, Bashundhara R/A, Dhaka-1229) এ দেশব্যাপী ৬৪ টি জেলায় ১০০ টি স্থানে সাশ্রয়ী মূল্যে বসুন্ধরা গ্রুপ-এর নিত্যপ্রয়োজনীয় পণ্যের ট্রাকসেল কার্যক্রম উদ্বোধন করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক জনাব এ. এইচ. এম. সফিকুজ্জামান।
এসময় আরও উপস্থিত ছিলেন অধিদপ্তরের অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) জনাব মুহাম্মদ আসাদুজ্জামান ও পরিচালক (কার্যক্রম ও গবেষণাগার) জনাব ফকির মুহাম্মদ মুনাওয়ার হোসেনসহ অধিদপ্তরের প্রধান কার্যালয় ও ঢাকা জেলা কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ, বসুন্ধরা গ্রুপ এর ভাইস চেয়ারম্যান জনাব সাফিয়াত সোবহান এবং হেড অব সেলস জনাব রেদওয়ানুর রহমানসহ অন্যান্য কর্মকতা-কর্মচারীবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
উদ্বোধনকালে মহাপরিচালক বলেন, পবিত্র ঈদ-উল-আযহায় ভোক্তাদের সুবিধার কথা চিন্তা করে বসুন্ধরা গ্রুপের এরকম মানবতামূলক উদ্যোগকে স্বাগত জানাই। আমি আশা করবো বাংলাদেশে আরও যে বড় কোম্পানিগুলো আছে তারাও যেন এ কার্যক্রম চালু করে। তিনি বলেন, বসুন্ধরার এই উদ্যোগের ফলে আশা করছি আমাদের পণ্য সরবরাহ ব্যবস্থায় ইতিবাচক প্রভাব পড়বে এবং বাজার স্থিতিশীল থাকবে।
মহাপরিচালক নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির যৌক্তিক কারণ হিসেবে আর্ন্তজাতিক বাজারের মূল্য বৃদ্ধি, পরিবহণ ব্যয় বৃদ্ধি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব, ডলার সমস্যা ইত্যাদি বিষয়ে বলেন। তবে অযৌক্তিক মূল্য বৃদ্ধির কখনো কাম্য নয়।
তিনি আরও বলেন, এখানে ট্রাকসেলের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি হওয়ায় নিম্ন আয়ের মানুষ এবং যারাই এখান থেকে কিনবে তারা কিছুটা স্বস্তিতে বাজার করতে পারবে।
তিনি বলেন, জনগণ বাঁচলে, তারাও (শিল্প প্রতিষ্ঠান) বাঁচবে। অর্থাৎ, জনগণের কষ্টের সময় তারা যদি এসব কার্যক্রমগুলো চালায়, তাহলে জনগণ কিছুটা হলেও স্বস্তির জায়গা পাবে। এ সময় তিনি শুধু পবিত্র ঈদ-উল-আযহা নয়, অন্যান্য সময় যখন নিত্যপণ্যের দাম অস্বাভাবিক হারে বেড়ে যায়, তখন কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি ব্যক্তি পর্যায়ে সমাজের বিত্তবানগণ জনগণের পাশে এসে দাঁড়াবে সে প্রত্যাশা ব্যক্ত করেন।
মহাপরিচালক পরিশেষে বাংলাদেশে বড় কোম্পানিগুলোর এই ধরণের উদ্যোগের ফলে সরবরাহ ব্যবস্থায় একটা ইতিবাচক ধারা তৈরি হবে এবং এতে করে বাজার স্থিতিশীল থাকবে এ আশাবাদ ব্যক্ত করেন।
অত:পর অধিদপ্তরের মহাপরিচালক এবং বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোবহান লাইভ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ৬৪টি জেলার ১০০ টি স্পটকে ডিজিটালভাবে সংযুক্ত রেখে ট্রাক সেল কার্যক্রমের উদ্বোধন করেন।
ধন্যবাদান্তে
আতিয়া সুলতানা
উপপরিচালক (প্রশিক্ষণ ও প্রচার)
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর