পদত্যাগ করবেন বলে নিশ্চিত করেছেন শ্রীলংকার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে।আজ সোমবার দেশটির প্রধানমন্ত্রীর দফতর এ তথ্য নিশ্চিত করেছে।শনিবার সকাল থেকে প্রেসিডেন্টবিরোধী বিক্ষোভ তীব্র রূপ নেয়ার পর প্রধানমন্ত্রীর ও প্রেসিডেন্টের বাসভবনে হামলা চালায় বিক্ষোভকারীরা।আগুন দেয়া হয় প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের বাড়িতে।দুই নেতা পদত্যাগ না করা পর্যন্ত বাড়িদুটির দখল না ছাড়ারও ঘোষণা দেয় তারা।এমন পরিস্থতিতে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করলেন গোতাবায়া।
এর আগে তীব্র বিক্ষোভের মুখে শনিবারই দেশটির পার্লামেন্টের স্পিকার জানিয়েছিলেন যে, বুধবার পদত্যাগ করবেন গোতাবায়া রাজাপাকসে। কিন্তু গতকাল রোববার পর্যন্তও প্রেসিডেন্টের পক্ষ থেকে কোনো নিশ্চিত বার্তা পাওয়া যায়নি।শুক্রবার রাত থেকেই তিনি অজ্ঞাত স্থানে রয়েছেন।সেনাবাহিনীর একটি সূএের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, গোতাবায়া রাজাপাকসেকে একটি নৌবাহিনীর জাহাজে করে মাঝসমুদ্রে রাখা হয়েছে। তার ভাই দেশটির সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসেও একই অবস্থানে রয়েছেন।
আজ সকালে প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে আনুষ্ঠানিকভাবে জানায়, বুধবারই ক্ষমতা ছাড়বেন বলে নিশ্চিত করেছেন গোতাবায়া রাজাপাকসে। যদিও এটি প্রধানমন্ত্রীর কার্যালয়ের বক্তব্য, এখনো গোতাবায়ার নিজস্ব বক্তব্য পাওয়া যায়নি। শ্রীলংকার নিয়ম অনুযায়ী, পার্লামেন্টের স্পিকারের কাছে আনুষ্ঠানিক পদত্যাগপএ জমা দিলেই কেবল সেটি কার্যকর হবে।
দেশটির অর্থনৈতিক অচলাবস্থার জন্য দায়ী করা হয় গোতাবায়া রাজাপাকসেকে।যার কারণে খাদ্য, জ্বালানি ও ঔষধের চরম সংকটে পড়েছে শ্রীলংকা।কাগজের অভাবে পরীক্ষা বন্ধ করা হয়েছে,নেই পর্যাপ্ত শিশুখাদ্য, রেশনিং করে বিদ্যুৎ সরবরাহ করতে হচ্ছে।