পবিএ হজব্রত পালনের উদ্দেশ্যে সৌদি আরবে পৌঁছালেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও তারকা ব্যাটার মুশফিকুর রহিম।
শনিবার(২জুলাই) মক্কায় পৌঁছে কাবা শরীফের সামনে দাঁড়ানো ছবি আপলোড করে সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।গত শুক্রবার(১জুলাই) সৌদি আরবের উদ্দেশ্যে দেশত্যাগ করছিলেন মুশফিক।
এর আগে ওমরাহ পালন করলেও মূল হজ করেননি মুশফিক। পবিত্র হজ পালনের জন্য ২বছর আগে থেকেই চেষ্টা করছিলেন তিনি।কিন্তু করোনা ভাইরাসের কারণে যেতে পারেননি গত দুই বছর।
এবার করোনার বিধিনিষেধ শিথিলতা আসার পর পবিএ হজ পালনের সুযোগ পেলেন এ নির্ভরযোগ্য ব্যাটার।হজ পালনের জন্যই আগেই ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ছুটি নিয়ে রেখেছিলেন মুশফিক