দেশে বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি)ও সমমান পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।আগামী রোববার (১৭ জুলাই) শিক্ষামন্ত্রী ডা.দীপু মণি সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে পরীক্ষার তারিখ ঘোষণা করবেন।বৃহস্পতিবার (১৪জুলাই) শিক্ষা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের বৃহস্পতিবার গণমাধ্যমকে বলেন,’রোববার দুপুর ১টায় মন্ত্রী সংবাদ সম্মেলন করবেন। এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে কথা বলবেন।
এসএসসি পরীক্ষার তারিখ নির্ধারিত হচ্ছে কি না জানতে চাইলে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন,’রোববার আমরা তারিখ দিয়ে দিবো।’
করোনা মহামারির কারণে পিছিয়ে যাওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা ১৯জুন থেকে শুরু করে ৬ জুলাই শেষ করার কথা ছিলো। কিন্তু জুনের মাঝামাঝি সময়ে সিলেট সুনামগঞ্জসহ দেশের কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় ১৯ জুন থেকে শুরু হতে যাওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করে দেন শিক্ষা মন্ত্রণালয়।
পরীক্ষা স্থগিত করে শিক্ষা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানান,দেশের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় ১৯জুন থেকে এসএসসি জেনারেল,এসএসসি ভোকেশনাল এবং দাখিল পরীক্ষা স্থগিত করা হয়েছে।পরীক্ষার সময়সূচি বন্যা পরিস্থিতি স্বাভাবিক হলে পরে জানানো হবে।