লক্ষ্মীপুরের রামগঞ্জ এলাকায় বানভাসী মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন আলী।
শুক্রবার দিনভর উপজেলার চন্ডিপুর, পদ্মা বাজার, নোয়াপাড়া, ভোলা কোট, নওগাঁওতে বন্যার্তদের মাঝে এ ত্রাণ বিতরণ করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সহ সমাজসেবা-সম্পাদক ফয়সাল আহমেদ, সহ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার রাজিব হোসেন, সহধর্ম বিষয়ক সম্পাদক হাজী মোকাররম হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইমরান হোসেন, সিনিয়র যুগ্ন আহবায়ক খোরশেদ রব্বানী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নিশান মজুমদার, যুবদলের গোলাম মোস্তফাসহ যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দলের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।