রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে আজ থেকে তিনদিন রাষ্টীয়ভাবে শোক পালন করবে বাংলাদেশ। আজ শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বলা হয়েছে-শুক্র,শনি ও রবিবার জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।
রানির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো.আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার রাতে এক বার্তায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এ শোক জানান।
উল্লেখ্য,৯৬ বছর বয়সে বৃহস্পতিবার বিকেলে বৃটেনের বালমোরাল ক্যাসেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রানি।এ সময় তার পাশে ছিলেন প্রিন্স চার্লসসহ তার সব সন্তান, রাজপরিবারের বেশিরভাগ সদস্য। তাদের সামনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রানি।ইতিহাসে সবচেয়ে বেশি সময় সিংহাসনে থাকার ঐতিহাসিক রেকর্ড সৃষ্টি করে তিনি শুধু বৃটেন নয়,সারাবিশ্বের মানুষের কাছে ভীষণ জনপ্রিয়তা অর্জন করেন।