বাংলাদেশ ইন্টারন্যাশনাল ফেম অ্যাওয়ার্ড (বাইফা) ২০২২-এর ওয়েব ফিল্মের সেরা অভিনেত্রীর ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে প্রার্থনা ফারদিন দীঘি। সুমন ধর পরিচালিত ‘শেষ চিঠি’ ওয়েব ফিল্ম দিয়ে অভিষেক হয় ওটিটি প্ল্যাটফর্মে। আর এই ওয়েব ফিল্মে অসাধারণ অভিনয় করে দর্শক মন জয় করেছে দীঘি। পেলেন পুরস্কারও
এই প্রথমবার ওটিটি প্ল্যাটফর্মে কাজ করেছেন। আর প্রথম কাজের মাধ্যমে পেয়েছেন প্রশংসা, ভালোবাসা আর জিতে নিয়েছেন পুরস্কার। এই বিষয়ে দীঘি বলেন, আমি ওটিটি প্ল্যাটফর্মের ফ্যান। কম বেশি সব দেশের ওটিটির কাজ আমি দেখি। আমার কাছে যখন ওটিটির কাজের প্রস্তাব আসে এবং কাজ করি। আমি অনেক এক্সাইটেড ছিলাম কাজ করা নিয়ে। আমার কাজটা ভালো লেগেছে সবার এবং ডেব্যু হওয়ার পরেই আমার কাজের জন্য স্বীকৃতি পেয়েছি। আমি এটা নিয়ে অনেক খুশি। এই পুরস্কার শুধু আমার না। এটা আমার পরিবারের এবং আমার ‘শেষ চিঠি’ টিমের সবার।
বর্তমানে দীঘির হাতে বেশকিছু ওটিটির কাজ রয়েছে। এ ছাড়া সিনেমার কথা হচ্ছে বলে জানিয়েছেন এই অভিনেত্রী। চলতি সপ্তাহের ‘শ্রাবণ জ্যোৎস্না’ সিনেমার কাজে ফিরবেন।
এরই মধ্যে একটি টিভিসির কাজ সম্পন্ন করেছেন দীঘি। এই বিষয়ে দীঘি বলেন, টিভিসি দিয়ে আমার যাত্রা শুরু। বড় হওয়ার পর প্রাণের টিভিসি করলাম। ছোট বেলায় গ্রামীণফোনের টিভিসি করে অনেক প্রশংসা পেয়েছিলাম। বড় হওয়ার আবার ড্যাবু করলাম টিভিসিতে। আশা রাখি সবার ভালো লাগবে।