দরজায় কড়া নাড়ছে ঈদ। গত দুই বছর করোনা প্রাদুর্ভাবের পর ঈদকে ঘিরে সাধারণ মানুষের প্রস্তুতি এবার একটু বেশি।ঈদের আগে ব্যবসা বাণিজ্যের কথা বিবেচনায় নিয়ে আগামী শনিবার (৩০ এপ্রিল) ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
আজ ঈদের কেনাকাটা, বাজারসহ নতুন নোট সংগ্রহে টাকা তোলা ও জমার জন্যে ব্যাংকগুলোতে ভিড় করেছেন গ্রাহকরা। তবে বিশেষ ব্যবস্থাপনায় আগামী ২৯ ও ৩০ এপ্রিল কিছু ব্যাংক খোলা থাকবে।
ঈদের প্রস্তুতির অংশ হিসেবে ব্যাংকগুলোতে অন্য সময়ের চেয়ে ক্যাশ টাকার যোগান পর্যাপ্ত আছে এমনটাই জানিয়েছেন ব্যাংকের শাখা ব্যবস্থাপকরা।ব্যাংকের বুথগুলোতেও টাকা তোলার চাপ। কোন কোন বুথে মেশিন নষ্ট থাকায় গ্রাহক লাইন দীর্ঘ হচ্ছে।
ঈদে নগদ অর্থের চাহিদা বেড়ে যাওয়ায় এবার ২৩ হাজার কোটি টাকার নতুন নোট বাজারে এনেছে কেন্দ্রীয় ব্যাংক। ৩২টি ব্যাংকের মাধ্যমে নতুন নোট সংগ্রহ করছেন গ্রাহকরা।